প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। এই সেবাগুলো নাগরিকদের জন্য সহজলভ্য করতে অধিদপ্তর অনলাইন ও সরাসরি উভয় মাধ্যমেই সেবা প্রদান করে।
প্রদত্ত সেবাসমূহ:
পশুপুষ্টি উপকরণ, টিকা ও ঔষধ আমদানি/রপ্তানির অনাপত্তি সনদ প্রদান: অনলাইনে আবেদন করে এই সনদ পাওয়া যায়।
খামার ও ফিডমিল নিবন্ধন: অনলাইনে নিবন্ধনের মাধ্যমে খামার ও ফিডমিলের অনুমোদন পাওয়া যায়।
অনলাইন নিয়োগ: অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা যায়।
পোষা প্রাণি আমদানি/রপ্তানির অনাপত্তি সনদ প্রদান: অনলাইনে আবেদন করে এই সনদ সংগ্রহ করা যায়।
প্রাণিসম্পদ আবহাওয়া নির্দেশিকা: অনলাইনে আবহাওয়া সম্পর্কিত নির্দেশিকা পাওয়া যায়।
এসএমএস সেবা: মোবাইলের মাধ্যমে এসএমএস করে বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণ করা যায়।
মোবাইল অ্যাপস (লাইভস্টক ডায়েরি): মোবাইল অ্যাপের মাধ্যমে খামার ব্যবস্থাপনা ও তথ্য সংগ্রহ করা যায়।
ডিজিটাল কৃত্রিম প্রজনন সেবা: অনলাইনে কৃত্রিম প্রজনন সেবা গ্রহণ করা যায়।
হাতের মুঠোয় প্রাণিস্বাস্থ্য সেবা (বিডিভেট.কম): অনলাইনে প্রাণিস্বাস্থ্য সেবা ও পরামর্শ পাওয়া যায়।
সেবা গ্রহণের পদ্ধতি:
অনলাইন সেবা: অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সেবার জন্য অনলাইনে আবেদন করতে পারেন।
এসএমএস সেবা: মোবাইল থেকে ১৬৩৫৮ নম্বরে এসএমএস পাঠিয়ে সেবা গ্রহণ করতে পারেন।
মোবাইল অ্যাপ: "লাইভস্টক ডায়েরি" অ্যাপ ডাউনলোড করে খামার ব্যবস্থাপনা ও তথ্য সংগ্রহ করতে পারেন।
সরাসরি সেবা: নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ অফিসে গিয়ে সরাসরি সেবা গ্রহণ করতে পারেন।
যোগাযোগ:
প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা ১২১৫।
ফোন: +88-02-9101932, +88-02-8115532, +88-02-9117736
ফ্যাক্স: +88-02-9113395, +88-02-9110326
ই-মেইল: info@dls.gov.bd
বিস্তারিত তথ্য ও সেবা গ্রহণের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস